—নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে সভ্য সমাজে কিছুদিন থাকার পরই তারা আবার বন্দী হয় ভদ্র মুখোশধারী নারীদের দালাল রাজীব এর হাতে। অবশ্য রাজীব তাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছিল। নিষিদ্ধ পল্লীর পতিতা থেকে তারা হয়ে উঠে সমাজের উঁচু স্তরের ধনাঢ্য ব্যক্তিদের রাতের সঙ্গী।ততদিনে অরুনিকা আর অপরা দুজনেই তাদের এই জীবন মেনে নিয়েছিল। হটাৎই অপরা মেয়েদের প্রতি কামনার টান অনুভব করে। সে উপলব্ধি করে ছেলে মেয়ে উভয়কেই বিছানায় সঙ্গী রূপে তার ভালো লাগে। বাই-সেক্সুয়াল অপরাকে রাজিব তখন পাঠাতে শুরু করে ধনাঢ্য পুরুষ এর পাশাপাশি সমকামী নারীদের কাছেও। সব কিছুকিছু ঠিকঠাক চলছিল হটাৎ করেই এক কাস্টমার এর সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে পড়ে অপরা। কর্ণভ'কে সে এতটা ভালোবেসে ফেলে যে নতুন করে সভ্য সমাজের বাকী আর সব নারীদের মতো ঘর সংসার করতে ইচ্ছে করে তার।
গল্প: নিষিদ্ধ নারী (প্রেম কাহিনী)
0 Comments